Top 10 college for girls and boys Dhaka । ছেলে ও মেয়েদের জন্য সেরা দশ কলেজের তালিকা

ছেলে ও মেয়েদের জন্য সেরা দশ কলেজের তালিকা । বাংলাদেশের সবচেয়ে ভালো কলেজ কোনটি? পুরান ঢাকার সেরা দশ কলেজের তালিকা ? প্রশ্নগুলোর উত্তর জানতে হলে এই ভিডিও দেখার অনুরোধ রইল ।

 

শুধু মাত্র হাজার হাজার এ প্লাস থাকলেই তাকে ভালো কলেজ বলতে আমি রাজি নই। ভালো কলেজের সংজ্ঞা আমার কাছে ভিন্ন। আমার চোখে ভালো কলেজ হলো সেই গুলি যেখানে শিক্ষার পরিবেশ সুন্দর,ছেলে মেয়েরা তাদের শিক্ষকদের কাছ থেকে যথেষ্ট অনুপ্রেরণা পায় এবং একাডেমীক লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিসগুলোতেও বেশ সময় দেয় এবং বিভিন্ন পাবলিক ভর্তি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষায় সাফল্য দেখায়।

 *** নটর ডেম কলেজ,ঢাকা 

*** ঢাকা কলেজ 

১। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা ২। হলিক্রস কলেজ ৩। রাজউক উত্তরা মডেল কলেজ ৪। ভিকারুননিসা নুন কলেজ ৫। ঢাকা সিটি কলেজ ৬। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ৭। শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ ৮। বিএএফ শাহীন কলেজ ৯। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ 

১০। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

আমাদের মনে রাখতে হবে আমরা অবশ্যই সেরা কলেজে পড়বো পাশাপাশি আমাদের এও মনে রাখতে হবে শুধু সেরা কলেজে পড়লেই হবেনা আমাদের সময়ও বাচাতে হবে।জ্যামে পড়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে না থেকে পুরানঢাকার শিক্ষার্থীরা নীচের কলেজ গুলোকে একনাম্বার পছন্দের তালিকায় রাখতেই পারো।

 পুরান ঢাকার মেয়েদের জন্য আর কিছু কলেজের তালিকাঃ 

 * ফজলুল হক মহিলা কলেজে ,সূত্রাপুর ,ঢাকা 

*সেন্টগ্রেগরী ও সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ 

* সেন্ট্রাল উইমেন্স কলেজ , টিকাটুলি, ঢাকা 

* ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষীবাজার 

*কবি নজরুল সরকারি কলেজ 

* ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ